বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
‘বৈষম্যহীন সমাজ গঠনের পূর্বশর্ত নারী-পুরুষের সমতা’-এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক পক্ষ-২৪ এর উদ্বোধনী আলোচনা সভার আয়োজন করা হয়। সারাদেশে সংগঠনের শক্তি বৃদ্ধি করা এবং সংগঠনের কার্যক্রম পরিচালনা ও বিস্তৃতির লক্ষ্যে এই কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
রোববার (২০অক্টোবর) বিকেলে নিজস্ব কার্যালয়ে সভায় পক্ষ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিতে রয়েছে কর্মীসভা, তরুণীদের ভাবনা বিষয়ে মতবিনিময়, সদস্য সংগ্রহ ও নবায়ন, প্রতিযোগিতা, পেশাজীবীদের নিয়ে মতবিনিময় সভা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায় ,স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সদস্য তাহেরা খাতুন, কৃষ্ণা সরকার, কৃষ্ণা রানী মণ্ডল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সংগঠনের স্বেচ্ছাসেবার অঙ্গীকারের পাশাপাশি ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের ভিত্তিতে সংগঠনের আদর্শকে সমুন্নত রাখা, তৃণমূলসহ সকল পর্যায়ে তরুণ নেতৃত্বকে সংগঠনে সম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ নিতে হবে। সাম্প্রতিক সময়ে নারীদের আবার ঘরে বন্দি করার জন্য নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বিভিন্ন ঘটনায় আমরা লক্ষ্য করছি। নারীকে স্বাধীন চলাফেরা পোশাকসহ বিভিন্ন বিষয়ে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। সমাজকে এই দৃষ্টিভঙ্গি নিরসনে যুক্ত করার আন্দোলন গড়ে তুলতে হবে এবং পাশাপাশি সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে হবে।
সভা সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন। সভায় নতুন সদস্যপদ গ্রহণ করেন এবং নবায়ন হন। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পাড়া কমিটির সদস্য ও জেলা কমিটির নেতৃবৃন্দ।