বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
মাইলেজ জটিলতা নিরসনের দাবিতে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। রানিং স্টাফরা আন্দোলনে থাকায় বুধবার (৪ ডিসেম্বর) ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশন হয়ে চলাচলরত প্রায় সবগুলো ট্রেন ঈশ্বরদী থেকে বিলম্বে ছেড়েছে।
এর মধ্যে বুধবার (৪ ডিসেম্বর) সকালে আন্ত:নগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনের প্লাটফর্মে ১ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর খুলনার উদ্দ্যেশ্যে ছেড়েছে। রাজশাহী-ঈশ্বরদী-খুলনা এর মধ্যে চলাচলরত আন্ত:নগর মধুমতি এক্সপ্রেস, সাগরদাঁড়ি, রূপসা এক্সপ্রেসসহ অন্যান্য ট্রেনগুলোও ঈশ্বরদী রেলওয়ে জংসন ষ্টেশন থেকে কমবেশি বিলম্বে ছেড়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
আন্দোলনরত রানিং স্টাফরা স্টেশনে ট্রেনের সামনে বিক্ষোভ মিছিল করে তাদের দাবি তুলে ধরে আল্টিমেটাম দেন। রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের ব্যানারে এসব আন্দোলনে দ্রুত মাইলেজ জটিলতার দাবি না মানলে ঈশ্বরদী থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধের হুশিয়ারিও দেন পাকশী বিভাগীয় রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ ঈশ্বরদী শাখার নেতারা।
সংগঠনের ঈশ্বরদী শাখার সভাপতি রবিউল ইসলাম এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন। প্রচার সম্পাদক সাহেদ আলী, রেলওয়ে কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম রবি, রেলওয়ে গার্ডস কাউন্সিল ঈশ্বরদী শাখার সভাপতি জিয়াউদ্দিন জিয়া, টিটিই’জ অ্যাসোসিয়েশনের ঈশ্বরদী শাখার সম্পাদক ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক আকরামুল হক প্রমুখ এসময় বক্তব্য রাখেন।