মাউশির পরিচালক না থাকায় হচ্ছে না এমপিও আবেদন, শিক্ষকদের অবস্থান

আপডেট: নভেম্বর ১১, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে পরিচালক না থাকায় এমপিও আবেদনের প্রক্রিয়া বন্ধ আছে। দ্রুত পরিচালক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। এই দাবিতে রাজশাহী আঞ্চলিক শিক্ষা ভবনের মূল ফটকের সামনে বিভিন্ন কলেজের আবেদন করা শিক্ষকরা এ অবস্থান কর্মসূচি পালন করে।

সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অবস্থান চলে। অবস্থান কর্মসূচিতে গোপালপুর মহিলা কলেজের শিক্ষক আলমগীর হোসেন, হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক নুরুল হুদা, পুঠিয়া ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষক নাদিয়া ইসলাম, নাটোর ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল খালেক প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় আন্দোলনরত শিক্ষকেরা বলেন, প্রতি ২ মাস পর পর এমপিও এর জন্য আবেদন করার সুযোগ পাই আমরা। এই আবেদনগুলো চূড়ান্ত ও বাতিল করার অগ্রাধিকার একমাত্র পরিচালকের রয়েছে। অন্যান্য বিভাগে এ আবেদন কার্যক্রম যথারিতি চলমান রয়েছে কিন্তু বেশ কিছুদিন আগে রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের পরিচালককে অন্য জায়গায় স্থানান্তর করায় আমাদের প্রায় ১৫-২০ হাজার আবেদন পত্র স্থগিত হয়ে গেছে। তাই অতিদ্রুত এখানে একজন নিয়োগপ্রাপ্ত পরিচালক প্রয়োজন।

তারা আরও বলেন, এমপিও আবেদন স্থগিত হওয়ায় চরম ক্ষতির স্বীকার ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষকেরা। এতে আমাদের ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত হচ্ছি আমরা। তাই আগামীকালের মধ্যে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করে প্রক্রিয়াধীন এমপিও আবেদনগুলোর কার্যক্রম বাস্তবায়ন করার জোর দাবি জানান আন্দোলনকারীরা।

এছাড়াও দাবি না মানা হলে আগামীতে এ কর্মসূিচ অব্যাহত রাখারও হুশিয়ারী দেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version