শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
এ.এস.এম. শাহরিয়ার জাহান, তথ্য-প্রযুক্তিবিদ:
আজ আমাদের অতি পরিচিত মাউসটির একপি মজার টিপস শেয়ার করব। আধুনিক কম্পিউটারের মাউসে এখন বাম এবং ডান বাটন ছাড়াও কিছু অতিরিক্ত বাটন দেখতে পাওয়া যায়, যার মধ্যে দুই বাটনের মাঝখানে থাকা স্ক্রল বাটন বা স্ক্রল হুইল অন্যতম। স্ক্রল বাটনটি চাকার মতো ঘুরানো যায়, এবং এই স্ক্রল বাটন বা স্ক্রল হৃইলটি ওপর বা নিচে ঘুরিয়ে আমরা একটি লম্বা পেজ বা উইন্ডো ওপর-নিচে সহজেই স্ক্রল করতে পারি। অর্থাৎ এটা আমাদের স্ক্রল বারের (Scroll Bar) বিকল্প হিসেবে কাজ করে।
এই স্ক্রল করার কাজটি আরেকটু অন্যভাবে, আরও আরামদায়ক ও স্বয়ংক্রিয়ভাবে করা যেতে পারে। স্ক্রল হৃইলটি ওপর বা নিচে না ঘুরিয়ে যদি হুইলটিতে আমরা একটা ক্লিক করি তাহলে অটোমেটিক স্ক্রল ফিচার অ্যাকটিভ হয়ে যাবে। এবার মাউসটা একটু নিচের দিকে নামালে দেখা যাবে পেজটি নিজে নিজেই নিচে নামতে থাকবে, বারবার ম্যানুয়ালী আঙুল দিয়ে স্ক্রল হৃইলটি ওপর বা নিচে ঘুরাতে হবে না। ওপরে তোলার ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োজ্য। এই ফিচারটি তেকে বের হতে হলে পুণরায় আবার স্ক্রল হুইলটিতে ক্লিক করুন। তাহলে আবার আগের মতো কার্সর পেতে যাবেন।