মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে জামায়াত নেতা অ্যাডভোকেট ফরিদ আহমেদের বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ওই বাড়ি থেকে সাতজনকে আটক করা হয়েছে।
রাত সাড়ে দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটকদের নাম-পরিচয় এবং ফরিদ হোসেন জামায়াতের কোন পর্যায়ের নেতা তা নিশ্চিত হওয়া যায় নি।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে সন্দেহভাজন সাত জঙ্গিকে আটক করা হয়েছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।