শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
সিরাজগঞ্জে হযরত বড় পীর গাউসুল আজম দরবার শরীফ মাজারে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় মাজারের তিনটি কবর খুড়ে দুর্বৃত্তরা দেহাবশেষ নিয়ে গেছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে হযরত বড় পীর গাউসুল আজম দরবার শরীফ মাজারের খাদেম হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ৯ সেপ্টেম্বর সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে অবস্থিত মাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার মসজিদের মাইকে মাজারে হামলা চালানোর ঘোষণা দেয় দুর্বৃত্তরা। এ সময় তাদের হাতে ছিল শাবল, হ্যামার, দরমুজ, লোহার রড ও লাঠিসোটা।
সরেজমিনে দেখা যায়, হযরত বড় পীর গাউসুল আজম দরবার শরীফের মাজারের তিনটি কবর খুঁড়ে ভেতরে থাকা হাড়গোড় ও মাথার খুলি নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয়েছে দুটি খানকা ঘর ও একটি রান্না ঘর। পুড়িয়ে দেওয়া হয়েছে মাজারের জরুরি কাগজপত্র ও বিভিন্ন সরঞ্জামাদি। এছাড়া মাজারের দানবাক্স ও ট্রাংক ভেঙে লুটপাট করা হয়েছে নগদ টাকা।
মাজারের খাদেম হাফিজুল ইসলাম বলেন, সোমবার সকাল ১০টার দিকে শিয়ালকোল বাজারে জড়ো হয় একদল দুর্বৃত্ত। পরে মসজিদের মাইকে মাজারে হামলা চালানোর ঘোষণা দেয় তারা। বিকেল ৪টা পর্যন্ত চলে তাণ্ডব। এ সময় মাজারের তিনটি পাকা কবর ভেঙে ভেতরে থাকা দেহাবশেষ (হাড়গোড় ও মাথার খুলি) বস্তায় ভরে নিয়ে যায় তারা। ঘটনার সময় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষনিক থানায় জানানো হলেও এখন পর্যন্ত ঘটনাস্থলে আসেনি কেউ। পরে থানায় গিয়ে ওসিকে বিষয়টি জানালে তিনি লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, মাজারে হামলা ও ভাঙচুরের বিষয়টি শুনেছি। এ বিষয়ে মাজারের খাদেমকে লিখিত অভিযোগ দেওয়া কথা বলা হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তথ্যসূত্র: রাইজিংবিডি