মাথার ভিতর বুলেট নিয়ে চার দিন ঘুরে বেড়ালেন যুবক, পার্টিও করলেন!

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :মাথায় বুলেট বিঁধেছিল চারদিন আগে। চারদিন পর তিনি বুঝলেন কোথাও একটা গোলমাল হয়েছে। চিকিৎসকের কাছে গিয়ে অস্বস্তির কথা জানালে পরীক্ষা করে দেখা গেল তাঁর মাথায় একটি বুলেট বিঁধে রয়েছে।

ব্রাজিলের ঘটনা। যাঁর সঙ্গে হয়েছে তাঁর বয়স ২১। নাম ম্যাথিউস ফ্যাসিও। তাঁর মাথায় যখন গুলি লাগে, তখন রিও ডি জেনেইরোর সৈকতে পার্টিতে মত্ত ছিলেন ম্যাথিউস। চিকিৎসককে তিনি জানান, তাঁর মাথায় একটা কিছুর আঘাত লেগেছিল, তা তিনি বুঝতে পেরেছিলেন।

কিন্তু সেই আঘাত কিসের তা তিনি বুঝতে পারেননি। তাঁর মনে হয়েছিল কেউ তাঁকে ঢিল বা পাথর জাতীয় কিছু ছুঁড়ে মেরেছে। তাই তিনি পাত্তা দেননি।
চিকিৎসকেরা এরপরে ম্যাথিউসের মস্তিষ্কে অপরেশন করেন। ২ ঘণ্টার অস্ত্রোপচারের পর তাঁর মাথা থেকে বের করে আনা হয় বুলেটটি। আপাতত ম্যাথিউস সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ