মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার-বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

আপডেট: মে ২১, ২০২৪, ৮:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) বিকেলে রাজশাহী জেলা শিশু একাডেমি অডিটরিয়ামে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এরপরে ‘মাদকাসক্তি প্রতিরোধে অভিভাবক হিসেবে মায়েদের করণীয়’- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মনজুর কাদের।

প্রধান অতিথি মাদকের কুফল সম্পর্কে সবাইকে অবহিত করে এর কুফল থেকে যুব সমাজকে রক্ষা করতে অবিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও তিনি মাদকমুক্ত পরিবার, সমাজ গঠনে সবাইকে মাদকের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা শিশু একাডেমীর সহযোগিতায় ১৫০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ