মাদকবিরোধী এলসিএল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আপডেট: নভেম্বর ৫, ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


মাদক কে ‘না’ এই প্রতিপাদ্য নিয়ে মাদকবিরোধী মহিষবাথান কবর খনন কমিটির আয়োজনে লোকাল নাইট ফুটবল লিগ (এলসিএল) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের মহিষবাথান সরঃ কলোনী মাঠে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশন ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ মনোয়ার হোসেন সেলিম, সভাপতি, গভর্নিংবডি, রাজশাহী কোর্ট কলেজ, তানজির হোসেন দুলাল, সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ রফিকুল হক সেন্টু, সাধারণ সম্পাদক রাজশাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, বিশিষ্ঠ সমাজসেবক জাকারিয়া আখন্দ সহ অন্যান্য অতিথিরা। খেলায় মোর্শেদ স্মৃতি দল তাহারিম স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ মোর্শেদ স্মৃতি’র পলাশ, টুর্নামেন্টে সেরা গোল রক্ষক টিপু নির্বাচিত হন। সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ রাজু, মাহাবুব, নয়ন, মিল্টন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ