মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী নেশাগ্রস্ত বড় ভাইয়ের ছোড়া ইটের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার পর উপজেলার দড়িয়াপুর গ্রামে।
গ্রামবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউপির দড়িয়াপুর গ্রামের মৃত বেলাল হোসেনের পুত্র হেলাল ওরফে সাজু (২৭) বাড়ীর খলিয়ানে খরের পালা দিচ্ছিল। এ সময় নেশাগ্রস্ত বড় ভাই রাজু মটর সাইকেল কেনার জন্য টাকা পয়সা নিয়ে দন্দে জড়িয়ে পরে ছোট ভাই সাজুর সাথে।
ছোট ভাই সাজু খরের পালার উপর আর বড় ভাই রাজু নিচে। তর্কবিতর্কের এক পর্যায়ে রাজু উত্তেজিত হয়ে ইটের টুকরো ছুড়ে মারে খরের পালার উপর ছোট ভাই সাজুকে। ইটের আঘাতে সাজু পালার উপরই জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হাসপাতালে সাজুর আরেক ভাই মিলন ও মামাতো ভাই রিপন বলেন রাজু নেশাখোর। টাকা পয়সার জের ধরে তাকে ইট ছুরে মেরেছে। তারা অনুমান করছে আঘাতটি অন্ডকোষে লেগেছে। থানা অফিসার ইনচার্জ মো, আতিয়ার রহমান বলেন, তাকে ইট ছুড়ে মারা হয়েছে।