বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
মাদকসেবী ৮টি মামলার আসামীকে নিয়ে বেকায়দায় পড়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) সকালে মোটরসাইকেল চুরির মামলায় আটককৃত এই আসামি এয়ারপোর্ট থানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে নগরীর নওদাপাড়ায় অবস্থিত রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার তার সমস্যার কথা জিজ্ঞাসাবাদ করলে জানতে পারেন মমিনুল একজন মাদকসেবী। তার হার্টের সমস্যা আছে। এছাড়াও মাঝে মাঝে তার শরীরে খিঁচুনি দিয়ে জ্বর আসে।
এয়ারপোর্ট থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি মমিনুল ইসলাম এয়ারপোর্ট থানাধীন বায়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তার নামে আরএমপি’র বিভিন্ন থানায় আরো ৭টি মামলা রয়েছে।
কোর্টে চালান দেয়ার আগে আসামী মমিনুলের সাথে কথা বলে জানা গেছে, মাস ছয়েক আগে ভুটভুটির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। এছাড়াও সে নিয়মিত গাঁজা সেবন করে। তাই মাঝে মাঝে তার শরীরে খিঁচুনি দেয়। বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় এই সমস্যা দেখা দিলে এয়ারপোর্ট থানার পুলিশ তাকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা গ্রহণ করে সে সুস্থ আছে বলেও জানায়।
এ ব্যাপারে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফুর রহমান জানান, রোগীর শরীরে খিঁচুনিজনিত ও হার্টের সমস্যা পরিলক্ষিত হলে, প্রাথমিক অবস্থায় অক্সিজেন সাপোর্ট রাখা হয়। রোগীর শরীরে আঘাতের কোনো আলামত পাওয়া যায়নি। সেই এখন সুস্থ। তাকে রিলিজ দেয়া হয়েছে।
এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ইমরান হোসেন জানান, মোটরসাইকেল চুরির মামলায় আসামি মমিনুলকে মঙ্গল রাতে গ্রেপ্তার করা হয়। তার নামে আরএমপি’র আরও ৭টি বিভিন্ন থানায় মামলা আছে। হঠাৎ আসামি আজকে সকালে অসুস্থ হয়ে পড়ে। তাকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকে কোর্টে চালান করা হয়েছে।