মাদক ব্যবসায়ীদের নিয়ে এমপি আয়েনের শোভাযাত্রা II অভিযোগ আ’লীগের প্রবীণ নেতার

আপডেট: অক্টোবর ২০, ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন মাদক ব্যবসায়ীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের প্রবীণ এক নেতা। এ ব্যাপারে তিনি দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন।

বুধবার (১৮ অক্টোবর) মোহনপুরে এবং পরদিন বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে পবায় ‘উন্নয়নের শোভাযাত্রা’ নামে এই শোভাযাত্রা করেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন। বৃহস্পতিবার পবা উপজেলার নওহাটা থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এমপি আয়েন উদ্দিন ছাদখোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে শোভাযাত্রার সামনে ছিলেন। পেছনে মোটরসাইকেল নিয়ে ছিলেন কয়েকশো নেতাকর্মী। শোভাযাত্রাটি পবার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে।

পরে রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করেন পবার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুর রহমান বাদল। তিনি হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

ভিডিওতে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে শ্রদ্ধা জানাই এবং অন্তর থেকে ভালোবাসি। আপনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজকে যে হরিপুর ইউনিয়ন থেকে এমপি আয়েন উদ্দিন মোটরসাইকেল শোভযাত্রা হয়েছে সেটা আসলে শোভাযাত্রা নয়। ফেনসিডিল-মাদক ব্যবসায়ীদের একটি শোভাযাত্রা হয়েছে। এই মাদক ব্যবসাকে আরও জোরদার করার জন্য আমার মনে হয় এই শোভাযাত্রাটা অনুষ্ঠিত হয়েছে।’ সাইদুর রহমান বাদল আরও বলেন, ‘আমি ধিক্কার জানাই। আপনার কাছে বিশেষভাবে আকুল আবেদন জানাই, এ রকম শোভাযাত্রা না হওয়ায় ভাল। বাংলাদেশ আওয়ামী লীগের এই শোভাযাত্রা মানাই না।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে সাইদুর রহমান বাদল বলেন, আমি ৩০ বছর ধরে এই ইউনিয়নে আওয়ামী লীগকে শক্তিশালী করেছি। আমি কাউকে ভয় পাই না। যেটা বাস্তব, সত্য ঘটনা সেটাই বলেছি। এই শোভযাত্রায় হরিপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী সবুজ, বেড়পাড়ার রনি, রনির পার্টনার সোনাইকান্দির রাকিবুল ইসলাম রকি, সোহেল রানাসহ অসংখ্য মাদক ব্যবসায়ী অংশ নিয়েছে। আমি দেখেছি, আমার লোকজনও দেখেছে। সত্য বলতে ভয় নাই।

এ বিষয়ে কথা বলতে শুক্রবার এমপি আয়েন উদ্দিনকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি ধরেননি।
সদস্যের এ ধরনের ভিডিও বার্তার বিষয়ে জানতে চাইলে হরিপুর ইউপি চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল বলেন, আমার তো সবাইকেই পছন্দ না। আমার আইডি থেকে পোস্ট দিতেই পারি। এটা ব্যক্তিগত অভিমত। উনি (সাইদুর রহমান বাদল) আসাদের (এ আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ) লবির লোক। ওইজন্য দিয়েছেন।

জানতে চাইলে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, বাদল তো আওয়ামী লীগের লোক। আমার লোক হলো আমার ছেলে মেয়ে যারা তারা। বাদলেরা পারিবারিকভাবে আওয়ামী লীগ। তার এই তথ্য যদি সঠিক হয় তাহলে সেটা সাংগঠনিকভাবে দেখা উচিত। আর তথ্য মিথ্যা হলে বাদলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।

বিষয়টি নিয়ে জানতে চাইলে পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী বলেন, আমি রাজশাহীর বাইরে আছি। আমি এ ভিডিও সম্পর্কে কিছু জানি না।

এ বিভাগের অন্যান্য সংবাদ