মাদক সেবনের দায়ে ৪ মাসের জন্য নির্বাসিত জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ৫:২৪ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :
মাদক সেবনের দায়ে ৪ মাসের জন্য নির্বাসিত জিম্বাবুয়ের দুই ক্রিকেটার। নির্বাসিত ক্রিকেটাররা হলেন অলরাউন্ডার ওয়েসলি মাদিভারে এবং ব্রান্ডন মাভুতা।
নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুণতে হচ্ছে তাদের। মাদিভারে ও মাভুতাকে তাদের গত তিন মাসের বেতনের ৫০ শতাংশ জরিমানা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

এছাড়া অন্য ব্যাটার কেভিন কাসুজাকেও সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত সপ্তাহে তার ডোপ টেস্টে তাঁর শরীরে মাদকের উপস্থিতি টের পাওয়া যায়। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড জানায়, এই দুই ক্রিকেটার বোর্ডের আচরণবিধি লঙ্ঘন করেছেন। আপাতত দুই ক্রিকেটার বোর্ডের তত্ত্বাবধানে পুনর্বাসনে থাকবেন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ