মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
চট্টগ্রামে এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে মামলা থেকে খালাস পেয়েছেন।
যাবজ্জীবন দণ্ড পাওয়া মোস্তাফিজুর রহমান বাবুর বাড়ি নগরীর মুরাদপুর এলাকায়। সেখানকার মাদ্রাসাতুল মদিনায় তিনি কাজ করতেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক আসামিকে যাবজ্জীবন দণ্ডের সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালের ১১ ও ১৮ অক্টোবর এক শিক্ষার্থীকে ধর্ষণ করেন মোস্তাফিজ। ওই ঘটনায় শিশুর বাবা ২৪ নভেম্বর পাঁচলাইশ থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
আদালতে ওই বছরের ৩১ ডিসেম্বর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। মামলার বিচারে আটজনের সাক্ষ্য নিয়ে রোববার রায় দিলেন বিচারক।
তথ্যসূত্র: বিডিনিউজ