যেখানে সেখানে নিবন্ধনহীন মাদ্রাসা

আপডেট: মার্চ ৫, ২০২৪, ১২:১০ পূর্বাহ্ণ

প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৪’ রোববার (৩ মার্চ) থেকে শুরু হয়েছে। এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে গন্য করা হয়। মাঠ পর্যায়ের কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকদের সরকারি পর্যায় থেকে গুরুত্বপূর্ণ করণীয় ও দিকনির্দেশনা দেয়া হয়। একইভাবে জেলা প্রশাসকগণ দেশের সার্বিক উন্নয়নকল্পে সরকারকে বিভিন্ন গঠনমূলক সুপারিশ প্রদান করে থাকেন। সম্মেলনের প্রথম দিনের তৃতীয় অধিবেশনে জেলা প্রশাসকগণ সরকারের কাছে সুপারিশ রেখেছেন দেশের বিভিন্ন জেলায় যেখানে সেখানে গড়ে ওঠা নিবন্ধনহীন মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য।

তারা বলেছেন, নিবন্ধনহীন কওমি ও নূরানি মাদ্রাসার কারণে আলিয়াধারার মাদ্রাসা বা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছেন জেলা প্রশাসকরা।

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছেন, নুরানি মাদ্রাসার নামে যেগুলো খোলা হয়েছে, সে বিষয়ে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিবন্ধিত প্রতিষ্ঠানের বাইরে যারা খুলেছেন, তা শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত নয়। সেক্ষেত্রে কীভাবে বেফাক তাদের ছয়টি বোর্ডের মাধ্যমে নিবন্ধন দিচ্ছে- এ নিয়ে তাদের সঙ্গে আমাদের কাজ করতে হবে। একটি বয়সসীমা পর্যন্ত সেখানে যাতে জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করা হয়, নয়তো শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে পারবে না। এজন্য বেফাকের সঙ্গে কাজ করবো।’

এই সুপারিশের জন্য জেলা প্রশাসকগণ প্রশংসা পাওয়ার দাবিদার। খুবই যুক্তিসঙ্গত এবং সময়োপযোগী সুপারিশ দিয়েছেন। আকস্মিকভাবেই শহরের অলিগলিতে বিভিন্ন নামের মাদ্রাসা গড়ে উঠছে। যেগুলোর কোনো নিবন্ধন নেই। এসব মাদ্রাসার অর্থের যোগান কোথা থেকে হয় এ বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। দেশের মানুষের অভিজ্ঞতা মোটেও ভাল নয়। মাদ্রাসার নামে জঙ্গি তৎপরতা চালানোর খবর আমরা জানি। এবং সেটা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে কীভাবে উত্তেজিত করে তুলেছিল তা এখনও স্মরণ যোগ্য। সরকারি নিবন্ধন ও কারিকুলাম ব্যতিত মাদ্রাসা শিক্ষার বিষয়টিকে অবশ্যই নিরুৎসাহিত করতে হবে। প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই দেশের অসাম্প্রদায়িক রাষ্ট্র ভাবনার বিরুদ্ধে কোনো অশুভ শক্তি যাতে আবারো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ