মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বদলগাছীতে শিক্ষকদের মানববন্ধন

আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ৮:১৮ অপরাহ্ণ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি


বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নওগাঁর বদলগাছীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বেসরকারী স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক, গাবনা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আবু হুড়াইরা বাদশা প্রমুখ। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন।