শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটি ও মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) উদ্যোগে মানবপাচার প্রতিরোধে মতবিনিময়সভা ও তথ্যচিত্র প্রদর্শিত হয়। ইউপি মেম্বার শামীম ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন, ইউপি সদস্য বাদরুল আলম টোকন, মর্জিনা বেগম, ইউপি সচিব আকতারুজ্জামান, এসিডি’র ডিস্ট্রিক প্রোগ্রাম ফ্যাসিলেটেটর সাকিম উদ্দীন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবপাচার প্রতিরোধে ইউনিয়ন ডিজিটাল সেন্টার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে নিরাপদ অভিবাসন সংক্রান্ত সকল তথ্য ইউনিয়ন উদ্যোক্তারা সম্ভাব্য অভিবাসীদের নিকট প্রেরন করবেন। এছাড়া মানবপাচার প্রতিরোধে বৃহৎ পরিসরে তথ্যচিত্র প্রদর্শণের ব্যবস্থা করবার সুপারিশ করা হয়।
এসিডি’র প্রকল্প সমন্বয়কারী রায়হানুল ইসলামের সঞ্চলনায় মতবিনিময় সভায় মানবপাচার প্রতিরোধ ইয়ুথ ফোরামের সদস্য, অভিভাবক, শিক্ষক-ছাত্র অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তৌকির আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা চলচ্চিত্রটি প্রদর্শণ করা হয়।