শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে এক ডাকাতের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার বাড়ি এলাকা থেকে উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গ্রামবাসী। উপজেলার মুলাডুলি ইউনিয়নের মোকারামপুর গ্রামের শত শত মানুষ গতকাল শনিবার ওই গ্রামে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। বিক্ষুব্ধ গ্রামবাসী জানান, মোকারামপুর গ্রামের মনিরুল ইসলাম শিপনের ছেলে ডাকাত সদস্য শিশির প্রামানিক (২২) বহিরাগত আরও একদল সংঘবদ্ধ ডাকাতদের সঙ্গে নিয়ে গত ২২ ফেব্রুয়ারি একই গ্রামের কৃষক বাবুল হোসেনের বাড়িতে ডাকাতি করে। সে সময় ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে কৃষক বাবুল হোসেনকে গুরুতর আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে চলে যায়।
পরে স্থানীয় লোকজন আহত বাবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ডাকাতির সময় মোকারামপুর গ্রামের শিশির প্রামানিককে সনাক্ত করতে পারলেও অন্যদের সনাক্ত করতে পারেনি বাবুল হোসেন। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে অভিযানে নামে। গত বুধবার (৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোকারামপুর গ্রামের মনিরুল ইসলাম শিপনের ছেলে ডাকাত সদস্য শিশির প্রামানিক (২২) সহ বহিরাগত আরও ৪ ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রও উদ্ধার করা হয়।
এ অবস্থায় ডাকাত গ্রেপ্তারে সন্তুষ্টি প্রকাশ করে ডাকাতদের দৃষ্টান্তমূলক শাস্তি এলাকা থেকে ডাকাতের বাড়ি উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে মোকারামপুর গ্রামের শত শত মানুষ। প্রতিবাদ সমাবেশে স্থানীয় সমাজ সেবক আবু হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ওহাব মন্ডল, রনজিৎ মালিথা, মুজদার আলী, মিন্টু প্রামানিক, ছবির মন্ডল, হাালিম শেখ, মেহেদী হাসান, মুনসুর আলী, আলেফ মন্ডল, রশিদ মালিথা ও মতলেব মালিথা প্রমূখ। তারা অবিলম্বে মোকারামপুর গ্রাম থেকে ওই ডাকাত সদস্যে’র দৃষ্টান্তমূলক শাস্তি ও উচ্ছেদের দাবি জানান।