নিজস্ব প্রতিবেদক:জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশের মান]বাধিকার সমুন্নত রাখতে আমাদের সকলকে নিজ দায়িত্বে কাজ করে যেতে হবে। আমাদের ইমেজ সঙ্কট আছে কিন্তু আমরা একটা জাগ্রত জাতিসত্তা। যে কারণে দেশ এগিয়ে যাচ্ছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়াটাই সঠিক পথ। এই পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যানর বলেন, দেশের মানুষের দাবির প্রেক্ষিতেই অধিকার স্বীকৃতি সংবিধানে এসেছে। সংবিধানে প্রদত্ত এ অধিকারের সুরক্ষা রাষ্ট্র-সরকারকে অবশ্যই প্রতিপালন করতে হবে। আমরা দেশে মানবাধিকার সংস্কৃতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। সরকারের যে কোনো বিচ্যূতিতে আমরা কথা বলছি। এই কথা যত কঠিনই হোক না কেন সেটা আমরা অব্যাহত রাখতে চাই।
সোমবার (১১ মার্চ) বিকেলে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যববৃন্দ এবং জেলার সুধিজনের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মানবাধিকার কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক পরিচিতি ও বর্তমান (৬ষ্ঠ) কমিশনের কার্যক্রম উপস্থাপন করেন।
এরপর মুক্ত আলোচনায় অংশ নেন, উপপুলিশ কমিশনার (সিটিটিসি) ওমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন, রাজশাহীর সিভিল সার্জন , সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি আব্দুল আউয়াল চৌধুরী জ্যোতি, জাতীয় মহিলা সংস্থার সভাপতি মর্জিনা পারভীন, সাংবাদিক সাইদুর রহমান ও আকবারুল হাসান মিল্লাত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব উন্নয়ন) অসীম কুমার সরকারি প্রমুথ।