মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার

আপডেট: নভেম্বর ২৭, ২০২৩, ১০:১০ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:


সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় গভ. ল্যাবরেটরী হাই স্কুলের মিলনায়তনে অরল্যাবস এর আয়োজন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ও জামান প্যাথলজি ও কাউন্সেলিং সেন্টার এর একদল বিশেষজ্ঞ মনোবিদ ও মনোরোগ বিশেষজ্ঞ এর সহযোগীতায় সুলতান চাগতাই এর সভাপতিতে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ড. শাহনাজ বেগম। গভ. ল্যাবরেটরী হাই স্কুল, রাজশাহী এর সভাপতিত্বে মানসিক স্বাস্থ্য বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি উক্ত স্কুলের প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে গঠিত সংগঠন অরল্যাবস আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: সাবির ইসলাম; প্রফেসর মো: সারওয়ার জাহান, মো: মোয়াজ্জেম হোসেন শাহীন; রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম, সভাপতি, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল; মো: এনামুল হক, প্রকৌশলী মো: সওগাতুল ইসলাম সঞ্চয় । অনুষ্ঠানে আলোচক প্যানেল উপস্থিত ছিলেন ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট, জামান প্যাথলোজি এন্ড কাউন্সেলিং সেন্টার এর সাইকিয়াট্রিস্ট ও রাজশাহী মেডিক্যাল কলেজ হসপিটাল কনসালটেন্ট ড. মো: রাকিবুজ্জামান চৌধুরী সৈকত, রৌনক ইসলাম প্রভা, মো: জাকারিয়া সরকার, মো: মুসতাফিজুর রহমান, মো: হাসান আল ফারাবি হিমেল ।