মানুষের শরীরে প্রতিস্থাপন করা হল শূকরের কিডনি! কীভাবে হল জানলে চমকৃত হবেন আপনিও

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


মানুষের শরীরে শূকরের কিডনি! এই নিয়ে আরও দ্বিতীয়বার। বিজ্ঞানীরা এই অসাধ্যসাধন করেছেন নিউ হ্যাম্পশায়ারে। কিডনি প্রতিস্হাপনের পর ওই ব্যক্তির সুস্থ হতে সময় লেগেছে বেশ কয়েকমাস।

গ্রহীতার নাম টিম অ্যান্ড্রুজ। তিনিই প্রথম নন দ্বিতীয় ব্যক্তি যিনি শূকরের কিডনি নিয়ে বেঁচে আছেন। তাঁর বয়স ৬৬ বছর। ম্যাসাচুটেস জেনারেল হাসপাতাল থেকে শুক্রবার জানানো হয়েছে অ্যান্ড্রুজ ডায়ালাইসিস থেকে সম্পূর্ণভাবে মুক্ত। গত ২৫ জানুয়ারি কিডনি প্রতিস্থাপন হয়েছে তাঁর।

প্রাণী থেকে মানুষের শরীরে অঙ্গ প্রতিস্হাপনের ঘটনা নতুন নয়। সাধারণত শূকরের দেহ থেকে চারটি অঙ্গ প্রতিস্থাপন করা হয়। দুটি হৃদয় এবং দুটি কিডনি। এর আগে আলাবামার এক মহিলার শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। তারপর কেটে গিয়েছে দীর্ঘ আড়াই মাস। সেই মহিলা বর্তমানে যথেষ্ট সুস্থ এবং সবল আছেন।

অ্যান্ড্রুজের ক্ষেত্রে জানা গিয়েছে, প্রায় দুই বছর আগে তাঁর কিডনি হঠাৎ করেই বিকল হয়ে যায়। তখনই ডাক্তাররা তাঁকে পরামর্শ দেন এর জন্য কিডনি প্রতিস্থাপন করা উচিত। তবে এই প্রক্রিয়া বেশ জটিল।

অ্যান্ড্রুজের রক্তের গ্রুপের লোকেদের জন্য উপযুক্ত কিডনি খুঁজে পেতে সাত বছর কিংবা তারও বেশি সময় লাগতে পারে। অনেকক্ষেত্রে ডায়ালিসিস চলার সময় মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। এমনকী বেঁচে থাকার হার প্রায় ৫০ শতাংশ -এ নেমে আসতে পারে। ইতিমধ্যে অ্যান্ড্রুজের হার্ট অ্যাটাক হয়েছিল।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ