মানুষ খুন করার নামই কি ‘জেহাদ’? ব্যাখ্যা দিলেন ‘সচ্চা মুসলিম’ শাহরুখ

আপডেট: এপ্রিল ২৬, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


‘জেহাদ’-এর নামে বিশ্বজুড়ে সন্ত্রাসমূলক কার্যকলাপ! জন্নতে ‘বাহাত্তর হুরে’র টোপ দিয়ে জঙ্গি তৈরির কারখানার ভুরি ভুরি উদাহরণ রয়েছে বিশ্বে। কিংবা মগজধোলাই হওয়া এহেন গোষ্ঠী-সম্প্রদায়ের বারবার জেহাদ স্লোগানে ভর করে নির্বিচারে মানুষ খুন করার ঘটনাও বিশ্বে নতুন নয়। আল্লাকে সামনে রেখে জিহাদের নামে ‘দুষ্ট’ মৌলবীদের এহেন অভিযান নিয়ে বিশ্বজুড়ে চর্চা। সত্যিই কি ইসলাম ধর্মে উল্লিখিত জেহাদ আদতে মানুষ মারতে শেখায় কিংবা বিশ্বকে রক্তাক্ত করতে শেখায়? পহেলগাঁও সন্ত্রাসের পর যখন আবারও নেটপাড়ায় চর্চা জারি, তখন সেই আবহেই ভাইরাল শাহরুখ খানের এক মন্তব্য। যেখানে কিং খান বুঝিয়ে দিয়েছেন ইসলামে উল্লেখ জেহাদের প্রকৃত অর্থ কী?

পহেলগাঁও আবহে নতুন করে ভাইরাল হওয়া ওই ভিডিওতে কিং খানকে বলতে শোনা গিয়েছে, “আমাদের ধর্মে একটা শব্দ রয়েছে, চিরকাল যার অপব্যবহার হয়ে আসছে। সেটা হল জেহাদ। যে শব্দের আসল অর্থ হল, আমাদের অন্তরাত্মার খারাপ চিন্তাভাবনা দূর করা কিংবা ভিতরের অসুর নিধন করা। এটাকেই বলে জেহাদ। জেহাদের মানে যেখানে সেখানে মানুষ খুন করে বেড়ানো নয়।” ইসলামিক রাষ্ট্রগুলিতে হানাহানি কিংবা বিশ্বের বিভিন্ন প্রান্তে আল্লার নাম নিয়ে করা জঙ্গি কার্যকলাপের দৌলতে আজকের দুনিয়ায় জেহাদ শব্দটি বহুল প্রচলিত। প্রাসঙ্গিকও বটে! এমন আবহেই ভাইরাল বাদশার অতীত মন্তব্য। যেখানে ‘সচ্চা মুসলিম’-এর মতো শাহরুখ খান বুঝিয়ে দিয়েছেন জেহাদের প্রকৃত অর্থ।

ধর্ম নিরপেক্ষ দেশ হলেও একাধিকবার পদবীর জেরে ‘দেশদ্রোহী’ খোঁটা খেতে হয়েছে শাহরুখ খানকে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমায় তাঁর অবদান ভুলে নেটপাড়াতেও একাধিকবার দাবি করা হয়েছে, ‘পাকিস্তানে চলে যান।’ তৎসত্ত্বেও বারবার আন্তর্জাতিক ময়দানে গর্বের সঙ্গে ভারতের সংস্কৃতি তুলে ধরেছেন বলিউড বাদশা। কখনও তাঁর সিনেমার মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন তো কখনও বা আবার স্বেচ্ছাসেবী সংস্থা খুলে দেশের দুস্থদের সাহায্য করে বুঝিয়ে দিয়েছেন যে, আদতে মানবতার ধর্মে বিশ্বাসী তিনি। এমনকী নিজের তিন সন্তানকেও হিন্দু কিংবা মুসলিম ধর্মের আদর্শে নয় বরং ভারতীয় পরিচয়ে প্রতিষ্ঠিত হওয়ার পাঠ দিয়েছেন তিনি। সম্প্রতি পহেলগাঁও সন্ত্রাসের বিরুদ্ধেও প্রতিবাদে গর্জে ওঠেন কিং খান।

পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়ানক সন্ত্রাসবাদের ঘটনা দেশবাসীর মনে যতটা কাঁপন ধরিয়েছে, ততটাই রাগ-বিদ্বেষের জন্ম দিয়েছে ‘ধর্মের ধ্বজাধারী’ উগ্রপন্থীদের বিরুদ্ধে। পুলওয়ামার পর এত বড় সন্ত্রাসের ঘটনার সাক্ষী থাকেনি উপত্যকা! এপ্রসঙ্গে ক্ষুব্ধ শাহরুখ খানের মন্তব্য, “পহেলগাঁওতে ঘটা এহেন অমানবিক, বিশ্বাসঘাতকতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি আমি। এরকম সময়ে, আমরা শুধু ঈশ্বরের শরণাপন্ন হতে পারি। আর নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করতে পারি। আমরা এক দেশ, এক জাতি হিসেবে এই ঘৃণ্য কর্মকা-ের বিরুদ্ধে ন্যায়বিচার চাইছি।”
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ