রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি :নওগাঁর মান্দায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে দিবসটি পলিত হয়।
শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামান, মান্দা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
শেষে ৫ জয়িতা দিলরুবা খানম, দেলোয়ারা বিবি, শাহিনা আক্তার মুক্তা বানু, ও ফাতেমা বেগমকে সম্মাননা সনদ প্রদান করা হয়।#