মান্দায় আ’লীগনেতার বিরুদ্ধে পুকুর জবরদখলের অভিযোগ

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ৯:২৬ অপরাহ্ণ

মান্দা প্রতিনিধি :


নওগাঁর মান্দায় মসজিদের ভোগদখলীয় একটি পুকুর জবরদখলের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান নামের আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। এতে মসজিদের আয়ের পথ বন্ধ হওয়ায় বাধাগ্রস্ত হয়ে পড়েছে এর উন্নয়ন কাজ।



অভিযুক্ত হাবিবুর রহমান উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মল্লিকপুর মৌজার এক নম্বর খতিয়ানভূক্ত পুকুরটি জবরদখল করে নেন তিনি। সেই থেকে হাবিবুর রহমান পুকুরটি দখলে রেখে মাছ চাষ করে আসছেন।

আজ মঙ্গলবার দুপুরে মান্দা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শ্রীরামপুর মণ্ডলপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান।

মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান বলেন, আশির দশক থেকে মল্লিকপুর মৌজার ৫৭ শতক আয়তনের পুকুরটি শ্রীরামপুর মণ্ডলপাড়া জামে মসজিদ কমিটির অনুকুলে ছিল। এর আয় দিয়ে মসজিদের উন্নয়নসহ যাবতীয় ব্যয়ভার বহন করে আসছিলেন মসজিদ কমিটির লোকজন।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পুকুরটি দখল করে নেন হাবিবুর রহমান। এর পর থেকে তিনি গ্রামের লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এ কারণে গ্রামবাসি পুকুরটির দখলে যেতে পারেননি।

মসজিদ কমিটির সদস্য নুরুল ইসলাম মণ্ডল বলেন, পুকুরটি বেদখল হয়ে যাওয়ায় মসজিদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। এতে করে মসজিদের উন্নয়ন কাজে দেখা দিয়েছে স্থবিরতা। বর্তমানে ইমাম ও মোয়াজ্জিনের বেতন, বিদ্যুৎ বিলসহ মসজিদের বিভিন্ন কাজ চলছে গ্রামের লোকজনের চাঁদার টাকায়।

সংবাদ সম্মেলনে এক নম্বর খতিয়ানভূক্ত পুকুরটি মসজিদের অনুকুলে ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
জানতে চাইলে অভিযুক্ত আ’লীগনেতা হাবিবুর রহমান বলেন, ‘জবরদখল নয়, সাবলীজ নিয়ে পুকুরটিতে আমি মাছ চাষ করে আসছি। এর আগে আমার বাবা মজিবর রহমান পুকুরটিতে মাছ চাষ করেছেন।’

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা বলেন, পুকুরটি লীজ দেওয়া আছি কিনা এই মুহুর্তে বলা যাচ্ছে না। খোঁজখবর নিয়ে পরে জাননো হবে।#