শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় কাজ না করেই বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতসহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে। এসব অনিয়ম ও দুর্নীতির তদন্তসহ তাঁর অপসারণের দাবিতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করেন পরিষদের ৬জন সদস্য।
ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য রইচ উদ্দিন মণ্ডল বলেন, দুটি রাস্তা সংস্কার ও একটি মসজিদ উন্নয়ন কাজের সাড়ে ৫ লাখ টাকা কাজ না করেই আত্মসাত করেন চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়া নিজকুলিহার ও খলিশাকুড়ি গ্রামে দুটি রাস্তার সংস্কার কাজে ৫ মেট্রিকটন চাল বরাদ্দ পাওয়া যায়। রাস্তা দুটিতে কোনো কাজ হয়নি। হদিসও নেই ৫ মেট্রিকটন চালের।
ইউনিয়নের ১ ওয়ার্ডের সদস্য বেলাল হোসেন শাহানা বলেন, ইউনিয়নের বিভিন্ন রাস্তায় স্ট্রিট লাইট ও তারা-৩ নলকূপ স্থাপন না করেই ৯ লাখ টাকা আত্মসাত করেন চেয়ারম্যান সালাম। এছাড়া নিজকুলিহার এলাকায় রাস্তা সিসিকরণ কাজের ২ লাখ টাকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আলমারি সরবরাহের জন্য বরাদ্দকৃত আরও ৪ লাখ টাকা আত্মসাত করেন তিনি।
ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নিপা খাতুন বলেন, ‘চেয়ারম্যান সালাম বরাদ্দকৃত কোনো প্রকল্পের বিষয়ে সদস্যদের সঙ্গে আলাপ-আলোচনা না করেই এককভাবে সব সিদ্ধান্ত নেন। কোন প্রকল্পে কাকে সভাপতি করা হয়েছে তাও আমাদের জানানো হয় না। বল প্রয়োগ ও বিভিন্ন হুমকি দিয়ে শুধুমাত্র কাগজপত্রে স্বাক্ষর করে নেন।’
তবে প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম। তিনি বলেন, প্রক্যেকটি প্রকল্পে ইউপি সদস্যদের সভাপতি করে কাজ সমাপ্ত করা হয়েছে। আমি শুধু দেখভাল করেছি। অনিয়ম হয়ে থাকলে তার দায়ভার আমার নয়।’