রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার কালিগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয়ে ৫৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।
এ উপলক্ষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহাদত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাশিস মান্দা শাখার সাবেক সভাপতি গোলাম সোরয়ার স্বপন, বাশিস মান্দা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, কেডি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, সমাজসেবক সাজ্জাদ আহম্মেদ, বিদ্যালয় এডহক কমিটির সদস্য মুখলেছার রহমান জিয়েম, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।
দিনব্যাপি এ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে কালিগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।