মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে ৩জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বেলা ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ মধ্যপাড়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ভারশোঁ মধ্যপাড়া গ্রামের হীরেন্দ্রনাথ বারিক (৩৬), ধীরেন্দ্রনাথ বারিক (৪১) ও ধীরেন্দ্রনাথ বারিকের ছেলে সজল বারিক (২১)।
আহত সজল বারিক বলেন, ‘আমাদের পুকুর সংলগ্ন ১০ শতক ভিটা জমি তিন বছরের জন্য একই গ্রামের মহসীন আলী প্রামাণিককে লিজ দেওয়া হয়। সম্প্রতি এ ভিটা জমিতে মহসীন আলী নেটজাল দিয়ে ঘিরে নেয়। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে মহসীন আলী আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করে।’
আহত হীরেন্দ্রনাথ বারিক বলেন, সোমবার ওই ভিটা জমির পাশে পুকুরপাড় পরিষ্কার করতে গেলে মহসীন গংরা লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে আমার হাত ও দাদা ধীরেন্দ্রনাথের পা ভেঙ্গে যায়।
এ প্রসঙ্গে অভিযুক্ত মহসীন আলী বলেন, ধীরেন্দ্রনাথ বারিকেরা পুকুর খননের সময় লিজকৃত সম্পত্তি থেকে বেশ কিছু অংশ কেটে নেয়। এতে জমির পরিমাণ কমে যায়। বারবার বলা সত্বেও তারা বিষয়টি সুরাহা করেনি। এনিয়ে আজ সোমবার উভয়পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। ঘটনায় এজাহার পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।