শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা।
উপজেলা বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আখতারুজ্জামান আল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ সালিস কেন্দ্রের ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মণ্ডল, বড়বেলালদহ ইচ্ছামতি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর নির্বাহী সদস্য ঋতু পান্না, জোতবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি আনসার আলী শিলাল প্রমুখ।