মান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ

মান্দা প্রতিনিধি:নওগাঁর মান্দায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীণ শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রেবা আখতার আলিম মাদ্রাসা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল গফুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপাধ্যক্ষ বেলাল হোসেন, সহকারী শিক্ষক মাহবুবা সিদ্দিকা রুমা, নজরুল ইসলাম, নুরুজ্জামান, নজরুল ইসলাম প্রাং, আবু হেনা মোস্তফা কামাল,মান্দায় দাখিল মাদ্রসার বিদায়ী অফিস সহকারী আলহাজ্ব আমজাদ হোসেন প্রমুখ।

আলোচনা শেষে অবসরে যাওয়া প্রতিষ্ঠানের অফিস সহকারী আমজাদ হোসেনকে বিদায় সংবর্ধনা প্রদান ও নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ