সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারধরে নিহত রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে এক লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে পরানপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ উপলক্ষে সোনাপুর গোয়ালপাড়া মোড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরানপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. মাছির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা জামায়াতের ওলামা বিষয়ক সম্পাদক মাও. মোস্তফা আল আমিন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সুপারিনটেনডেন্ট আব্দুর রাকিব, পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খাঁন, জামায়াতনেতা আব্দুল কাইয়ুম, উপজেলা যুব জামায়াতের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
শেষে নিহত রমজান আলীর স্ত্রী সামছুন্নাহারের হাতে জেলা জামায়াতের পক্ষ থেকে এক লাখ টাকা তুলে দেওয়া হয়। এর আগে ১৫ আগস্ট নিহতের পরিবারের হাতে জামায়াতের পক্ষ থেকে আরও এক লাখ টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১১ আগস্ট আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারধরে নিহত হন পরানপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী। এ ঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।