মান্দায় পথচারীদের মাঝে খাবার বিতরণ

আপডেট: জুলাই ২৭, ২০২৪, ৯:৪৯ অপরাহ্ণ

মান্দা প্রতিনিধি :


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নওগাঁর মান্দায় পথচারী ও খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রসাদপুর বাজারের চৌরাস্তার মোড়ে এসব খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন ম-ল, নওগাঁ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য আব্দুল লতিফ শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার মৈত্র ও প্রবীণ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাজ হোসেন, আ’লীগনেতা স্বাধীন কৃষ্ণ রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ