বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করা পরানপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তদন্তসহ শাস্তির দাবি করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে পরিষদ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন পরিষদের ১০জন সদস্য।
ওই ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড সদস্য আতাউর রহমান বলেন, পরিষদের পুরাতন প্রাচীরে শুধু মাত্র রঙ করে একটি প্রকল্পের দুই লাখ টাকা আত্মসাত করেন চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল। তিনি অভিযোগ করে বলেন, পরিষদ চত্বরে দানের ইটে একটি ওয়াক্ত মসজিদ নির্মাণ করা হয়। অথচ ওই মসজিদের অনুকুলে কয়েক দফায় ৫টি প্রকল্প বরাদ্দ দিয়ে অন্তত ১০ লাখ টাকা আত্মসাত করেন তিনি।
এছাড়া খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল নিজস্ব লোকদের দিয়ে কিনে পরে বেশি দামে বাজারে বিক্রি করেন। টিসিবি ও ভিজিডির চাল বিতরণ ক্ষেত্রেও ব্যাপক অনিময়সহ এডিপি, টিআর ও কাবিখা প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত অর্থও নয়ছয় করা হয়েছে। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স হতে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত করেন চেয়ারম্যান উজ্জল।
৮নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান সরদার বলেন, ‘গোপালপুর হাটের উন্নয়নের জন্য ৮ লাখ টাকা ৮২ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। হাটের সিসি ক্যামেরা স্থাপন ও ড্রেন নির্মাণ প্রকল্পে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এ দুটি প্রকল্পে বরাদ্দ ছিল ৪ লাখ টাকা। সিসি ক্যামেরা স্থাপনের কাজ সমাপ্ত হলেও ড্রেন নির্মাণ কাজটি এখন পর্যন্ত শুরু করা হয়নি। অথচ দুটি প্রকল্পের বরাদ্দকৃত ৪ লাখ টাকাই উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট ৪ লাখ ৮২ হাজার টাকার কোনো হদিস নেই।’
ইউপি সদস্য হাফিজুর রহমান মল্লিক বলেন, ‘চেয়ারম্যান উজ্জল কোনো কাজে মেম্বারদের সম্পৃক্ত করেন না। কাউকে প্রকল্প সভাপতি করা হলেও বলপূর্বক কাগজপত্রে স্বাক্ষর নিয়ে নিজেই টাকা উত্তোলন করেন। নির্বাচিত হওয়ার ৩২ মাস অতিবাহিত হলেও শুধুমাত্র ৮ মাসের সম্মানি ভাতা দেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে চেয়ারম্যান উজ্জলের এসব অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে শাস্তির দাবি জানানো হয়। এসময় ওই ইউনিয়ন পরিষদের ১০জন সদস্য উপস্থিত ছিলেন।
এসব অভিযোগ অস্বীকার করে পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল বলেন, ‘কমিটি গঠন করে প্রত্যেকটি প্রকল্পের কাজ সমাপ্ত করা হয়েছে। আমি শুধু দেখভাল করেছি। অনিয়ম হয়ে থাকলে তার দায়ভার আমার নয়।’
উল্লেখ্য, পরিষদের অনুকুলে বরাদ্দকৃত বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগে গত ২২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার তোপের মুখে পদত্যাগ করেন নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল।