রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে তিনজন আহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ বাগাতিপাড়া গ্রামে মারধরের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাগাতিপাড়া গ্রামের জসিম উদ্দিন (৫৫), গোলাম হোসেন (৪২) ও সাইদুর রহমান (৪৫)। তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন জসিম উদ্দিন বলেন, ‘আমার প্রতিবেশী আব্দুস সামাদের বাবা সোলাইমান আলীর কাছ থেকে একই গ্রামের আব্দুল জব্বার জমি কিনে নেন। সেই জমি নিয়ে দীর্ঘদিন ধরে জব্বারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এনিয়ে নওগাঁ আদালতে মামলাও চলছে।’
ভুক্তভোগী জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমাকে না জানিয়ে আজ বুধবার সার্ভেয়ার দিয়ে আব্দুস সামাদ জমি জরিপের কাজ করছিলেন। এ সময় আমার অংশ থেকে জমি বের করে ক্রেতা আব্দুল জব্বারকে পুরন দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বাধা দেওয়ায় প্রকিপক্ষের লোকজন আমাদের মারধর করেন।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সামাদ বলেন, ‘আমার অংশ থেকে জসিম উদ্দিন বেশি জমি দখল করে রেখেছেন। সেই সম্পত্তি বের করে নেওয়ার সময় মারধরের ঘটনা ঘটেছে।’
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।