রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় বোরো ধানের জমিতে ধান জড়ানোর কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের ভোলাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষকের নাম সামশুল আলম মন্ডল (৩০)। তিনি ভোলাম গ্রামের ফইম উদ্দিন মন্ডলের ছেলে।
এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুস জানান, শুক্রবার বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে দেখা যায়। কৃষক সামশুল আলম মেঘ দেখে বাড়ির পাশে রনাহার মাঠে জমিতে ছেড়ে দেওয়া বোরো ধানের আঁটি এক জায়গায় জড়ানোর জন্য যান। স্ত্রী লালবানু বিবিও তার সঙ্গে ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত সামশুল আলমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।