শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :
‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেরা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমৃকর্তা শেখ শাহ আলম প্রমুখ।শেষে জয়ীতা তিন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
অন্যদিকে একই অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হয়।