মান্দায় মোটরসাইকেলসহ ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার

আপডেট: জুন ১০, ২০২৪, ৯:৫১ অপরাহ্ণ


মান্দা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মান্দায় ইদুল আজহাকে সামনে রেখে ট্রাফিক ও পুলিশের যৌথ চেকপোস্টে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসময় ফেনসিডিল বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ফেলে দুই মাদক কারবারী পালিয়ে যায়।

সোমবার (১০ জুন) দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট এলাকায় চেকপোস্টে ফেনসিডিলসহ এ্যাপাচি আরটিআর নামের রেজিস্ট্রেশনবিহিন মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দেলুয়াবাড়ির দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামানোর জন্য সিগন্যাল দেন ট্রাফিক পুলিশ। অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেলটি ফেলে ২ আরোহী দৌড়ে পালায়।

পরে ওই মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সাইডবক্স ও সিটের নিচ থেকে ১৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী। তিনি বলেন, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।