মান্দায় মৎস্যজীবী সমিতির সদস্যদের নিয়ে মতবিনিয়ম

আপডেট: মার্চ ২৫, ২০২৪, ৩:২৩ অপরাহ্ণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর মান্দায় মৎস্যজীবী ও মৎস্যচাষি সমবায় সমিতির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে সোমবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা প্রধান অতিথি ছিলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপঙ্কর পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।