শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের একটি পেয়ারা বাগান কেটে সাবাড় করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এসময় ওই বাগানের অর্ধশতাধিক কলা গাছসহ অন্তত ৫০ হাজার টাকার আঁখ কেটে নষ্ট করা হয়েছে।
উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার (০৯ অক্টোবর) দুপুর ও শুক্রবার (১১ অক্টোবর) সকালে দু’দফায় ওই বাগানের ক্ষতিসাধন করে প্রতিপক্ষরা। বাগান মালিকের দাবী এতে তার অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী হামিদুর রহমান চকদার বলেন, শ্রীরামপুর মৌজায় পৈত্রিক ও কবলামুলে পাওয়া ৫২ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছি। এর মধ্যে প্রতিপক্ষ আব্দুল কুদ্দুস গংরা ২৭ শতক সম্পত্তি দাবী করলে বিরোধ শুরু হয়। এনিয়ে নওগাঁ আদালতে একাধিক মামলা চলছে।
হামিদুর রহমান চকদার আরও বলেন, ‘গত বুধবার ১০৭ ধারার একটি মমলার হাজিরা দিতে পরিবারের সবাই নওগাঁ আদালতে ছিলাম। আমরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা ভাড়াটিয়া লোকজন নিয়ে বিবাদমান সম্পত্তির অন্তত ৪৫০টি ফলন্ত পেয়ারা গাছ কেটে সাবাড় করে দেয়।’
তিনি অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে দ্বিতীয় দফায় ওই সম্পত্তির দুই ধারে লাগানো অর্ধশতাধিক কলাগাছ ও অন্তত ৫০ হাজার টাকার আঁখ কেটে নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
জানতে চাইলে অভিযুক্ত আব্দুল কুদ্দুস বলেন, ‘বিবাদমান সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে। তা না দিয়ে প্রতিপক্ষের হামিদুর রহমান পুরো সম্পত্তিই ভোগদখল করছে। তাই পেয়ারা বাগান কেটে আমরা সম্পত্তির দখল নিয়েছি।’
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।