মান্দায় শয়নঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় শয়নঘরের বিছানা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের কৈবর্ত্যপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম রেনুকা বিবি (৪৫)। তিনি কৈবর্ত্যপাড়া গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী ও এক সন্তানের জননী। ময়না তদন্তের জন্য তার লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রেনুকা বিবির ভাই লুৎফর রহমান বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে বোন রেনুকা বিবিকে মাঝে মধ্যে নির্যাতন করে আসছিলেন দুলাভাই জয়নাল আবেদীন। একই জের ধরে তাকে শ^াসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে দুলাভাই জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা করা হবে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, শয়নঘরের বিছানা থেকে রেনুকা বিবি নামে এক নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় দড়ি পেঁচানো ও মাথায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কীভাবে রেনুকার মৃত্যু হয়েছে জানতে চাইলে ওসি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version