রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় দীর্ঘ ১৫ বছর পর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২৭ এপ্রিল) ২৫টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে শিক্ষকদের মাঝে বইছে উৎসবের আমেজ।
দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২৫টি পদে ৪৫ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মোফাজ্জল-বদিউল-খায়রুল ও সাইফুল প্যানেল ২৫টি পদেই প্রার্থী দিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। অপরদিকে মন্জুরুল হাসান (আলম) ও মোজাম্মেল হক বকুল প্যানেল ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মান্দায় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রধান তিন পদে ৮ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়াই করছেন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী রয়েছেন ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক পদে ৩ জন। আগামি শনিবার সকাল ৯টার থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৯৯৭ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকেরা (ভোটার) জানান, দীর্ঘদিন ধরে এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন হয়নি। সর্বশেষ কমিটির সভাপতি মো. সাহাদত হোসেন অবসরে যাওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। নেতৃত্ব সংকটের কারণে এরই মধ্যে অনেক শিক্ষক জুলুম নির্যাতনের শিকার হন। এসব কারণে শিক্ষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন এমন নেতৃত্বকেই বেছে নিবেন তাঁরা।
তবে একাধিক শিক্ষকেরা দাবী করেন, প্রচার-প্রচারণায় এরই মধ্যে মোফাজ্জল-খায়রুল পূর্ণ প্যানেলটি ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।