বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১১ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৩২ জন শিক্ষককে প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় শিক্ষক সমিতি মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সাহাদত হোসেন প্রামানিক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফর রহমান, সমিতির সাধারন সম্পাদক দেওয়ান রেজাউল করিম, সহসভাপতি মামুনুর রশিদ, এসএম তালিম হোসেন, সুকুমার দাস, সাংগঠনিক সম্পাদক ফিরোজ্জামান সেন্টু, শিক্ষক রেজাউল হক, আব্দুর রাজ্জাক, ময়নুল হক বাচ্চু, গুলশান আরা প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের প্রত্যেককে সমিতির পক্ষ থেকে এককালীন ৩ হাজার ২০০ টাকা করে প্রদান করা হয়েছে। শেষে প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত ৯০ জন শিক্ষককে বরণ করে নেয়া হয়।