মান্দায় অসামাজিক কার্যকলাপের দায়ে নারী-পুরুষ আটক

আপডেট: আগস্ট ১৩, ২০১৭, ১২:২৪ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় অসামাজিক কার্যকলাপের দায়ে দুই নারী-পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটককৃতরা হলেন ভারশোঁ গ্রামের এক বিধবা নারী (৪০) ও একই গ্রামের পানু চোরার ছেলে আবদুুস সাত্তার (৩৮)। গত শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে ওই নারীর শয়নঘরে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়। স্থানীয়রা জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনৈতিক কাজে লিপ্ত ছিল। বারবার নিষেধ করা সত্বেও তারা অসামাজিক কার্যকলাপ অব্যাহত রাখে। শুক্রবার গভীর রাতে আপত্তিকর অবস্থায় তাদের হাতেনাতে আটক করে ইউনিয়ন পরিষদের হেফাজতে দেওয়া হয়। স্থানীয় চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রামপুলিশের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়েছে।
থানার পরিদর্শক তদন্ত মাহবুব আলম জানান, ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ