শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় ‘ইসলামী ব্যাংক ব্যবস্থার শ্রেষ্ঠত্ব ও সাফল্য’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরের খানা প্লাজা চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম প্রধান অতিথি ও পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনপ্রধান মুহাম্মদ আমীরুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী ব্যাংক শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, কুসুম্বা শাহী মসজিদের ইমাম মাওলানা মেস্তাফা আল-আমীন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মোশাররফ হোসাইন প্রমুখ। এসময় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্র্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মান্দা উপজেলা সদরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ৩০৭তম মান্দা শাখা উদ্বোধন উপলক্ষে সোমবার বিকেলে এ সেমিনারের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করা হবে।