বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় ইয়াবাসহ আওরঙ্গজেব জেবু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক জেবু উপজেলার দেলুয়াবড়ি গ্রামের মৃত লবির উদ্দিনের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আলহাজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে জেবুকে আটক করে। এ সময় তার নিকট থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনায় জেবুর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।