মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। এদের একজনের বিরুদ্ধে মামলা ও তিনজনকে আদালতে প্রেরণ করা হলেও অপরজনকে গভীর রাতে থানা হাজত থেকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আজমতুল্যার ছেলে আজিজুল হককে (২৮) আটক করে পুলিশ। এসময় একই গ্রামের তফের উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (২৪), আব্দুল হামিদের ছেলে সোহেল রানা (২৫), নজরুল ইসলামের ছেলে সামসুদ্দীন (২০) ও ঘাটকৈর গ্রামের শরিফুল ইসলামের ছেলে সাফিন আহমেদকে (২৮) আটক করা হয়।
এদের মধ্যে মাদক বিক্রির অভিযোগে আজিজুল হকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ। এছাড়া নাসির, সোহেল রানা ও সামসুদ্দীনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ এনে আদালতে পাঠানো হয়েছে। আটক সাফিন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুলিশ গভীর রাতে থানা হাজত থেকে ছেড়ে দেয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, আটককৃত ৫ জনের মধ্যে চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। স্থানীয়দের অনুরোধে আটক সাফিন আহমেদকে মুচলেচা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে স্বীকার করেন তিনি।