মান্দায় উন্নয়ন মেলা পরিদর্শন করলেন যুগ্মসচিব

আপডেট: জানুয়ারি ১১, ২০১৭, ১২:০৯ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি



নওগাঁর মান্দায় তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা পরিদর্শন করেছেন যুব উন্নয়ন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব শিশির কুমার রায়। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন তিনি। তার সাথে আরো ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক রবিউল আলম।এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তারিক এলাহী, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে প্রত্যেকটি স্টলে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। গুড়ি-গুড়ি বৃষ্টি উপক্ষে করে দর্শনার্থীরা স্টলগুলোতে বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেন। উল্লেখ্য মেলায় ২৯ টি স্টল অংশ নিয়েছে। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।