মান্দায় একব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য

আপডেট: আগস্ট ১৯, ২০১৭, ১২:৫৫ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় ইনতাজ আলী (৩৫) নামে একব্যক্তির মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত ইনতাজ আলী উপজেলার চকরামানন্দ গ্রামের নুরুদ্দীনের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের স্ত্রী নাজমা বিবি জানান, স্বামী ইনতাজ আলী পেশায় একজন রাজমিস্ত্রি। কাজ দেখাশোনার কথা বলে গত বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। রাত ৯টার দিকে মোবাইলফোনে জানায় বাসায় ফিরতে দেরি হবে। রাত ৩টার দিকে পাঁজরভাঙ্গা গ্রামের আতাউর রহমান লাটা মাইক্রোবাসে করে স্বামী ইনতাজ আলী লাশ বাড়িতে নামিয়ে দেন।
নিহতের ভাই ইমাজ উদ্দিন জানান, রাত ১টা ৪০ মিনিটের দিকে জানতে পারেন মাছ ধরতে গিয়ে ভাই ইনতাজ আলী অসুস্থ হয়ে পড়েছেন। আতাউর রহমান লাঠা মোবাইলফোনের মাধ্যমে তাকে এ সংবাদটি জানান। তিনি দাবি করেন, ভাই ইনতাজ আলী কোনোদিনই মাছ ধরেন নি।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।