মান্দায় এক জোড়া গরু চুরি

আপডেট: জানুয়ারি ৮, ২০১৭, ১২:০১ পূর্বাহ্ণ

মান্দা প্রতিনিধি


নওগাঁর মান্দায় লক্ষাধিক টাকা মূল্যের একজোড়া গর্ভবতী গাভি চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। গত শুক্রবার গভীর রাতে উপজেলার দোসতি গ্রামে চুরির এ ঘটনা ঘটে।
গৃহকর্তা বাবুল হোসেন বাবু জানান, শুক্রবার গভীর রাতে চোরেরা গোয়ালঘরের পেছনের বেঁড়া কেটে প্রবেশ করে। পরে বাড়ির সদর দরজার তালা ভেঙে গরু দুটি চুরি করে নিয়ে যায়। এদিকে গত ৩০ ডিসেম্বর উপজেলার ভালাইন গ্রামের হোসেন আলী মন্ডলের বাড়ি থেকে এক জোড়া বকনা গরু চুরি হয়। স্থানীয় চেয়ারম্যান ইব্রাহীম হোসেন বাবু বিষয়টি নিশ্চিত করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া গরু উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ