শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় দুইটি দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোড়ে অবস্থিত দাস ও সেতু ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
আদালতের ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নওগাঁর সহকারী পরিচালক আবদুল্লাহ আল মাসুম জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দোকানে মজুদ রাখার দায়ে দাস মেডিকেল স্টোরের ২৫ হাজার টাকা ও সেতু ফার্মেসির ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই দুইটি ওষুধের দোকানে এ জরিমানা করা হয়েছে।