মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় বাল্য বিয়ের শিকার এক দম্পতি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। আত্মহননকারীরা হলেন, আবু সুফিয়ান ওরফে তুফান (১৮) ও তার স্ত্রী বৃষ্টি (১৫)। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার প্রত্যন্ত পল্লী উত্তর মদনচক গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, ৯ মাস আগে উত্তর মদনচক গ্রামের নজরুল ইসলামের ছেলে তুফানের সঙ্গে নওগাঁর বদলগাছী উপজেলার জিজিরপুর (চুনা পুকুরিয়া) গ্রামের মকলেছার রহমান ভোলার মেয়ে বৃষ্টির বিয়ে হয়। সস্পর্কে তারা খালাতো ভাইবোন। বিয়ের আগে ঊভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অপ্রাপ্ত বয়স্ক হলেও বিষয়টি জানাজানির পর পারিবারিকভাবে তাদের বিয়ে দেয়া হয়। বিয়ের পর সুখে-শান্তিতে বসবাস করে আসছিলেন তারা।
স্থানীয় ইউপি সদস্য মোর্শেদ আলী মন্ডল, প্রতিবেশি হাবিবুর রহমানসহ আরো অনেকে জানান, বৃহস্পতিবার সকালে সময়মত ঘুম থেকে না উঠায় তাদের ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে তাদের উদ্ধার কার হয় এসময় তাদের ঘর থেকে গ্যাসবড়ি (বিষের ট্যাবলেট) পাওয়া যায়। তাদের মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।
নওগাঁ হাসপাতালে অবস্থার আরো অবনতি হওয়ায় ওই কিশোর দম্পতিকে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রথমে বৃষ্টি ও পরে তার স্বামী তুফানের মৃত্যু হয়। ময়না তদন্ত ছাড়াই রাতে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। তবে, এক সঙ্গে ওই কিশোর দম্পতি কেন আত্মহত্যার পথ বেছে নিলেন তার কারণ পরিবারসহ স্থানীয়রা জানাতে পারে নি। নিহত তুফানের ভাবি জরিনা বিবি ও গ্রামপুলিশ আব্দুর রশিদ জানান, নিহতদের বাড়ি থেকে আশপাশে ৪-৫ কিলোমিটারের মধ্যে কীটনাশক ওষুধের কোনো দোকান নেই। এ কারণে আত্মহত্যার পূর্ব পরিকল্পিত বলে ধারণা করছেন তারা।
এদিকে শুক্রবার সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি খুবই স্পর্শকাতর। তবে, মৃত্যুর কারণ সম্পর্কে তিনি তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেন নি। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।